প্রপার্টি বাঁচাতে নিজেই ভেটিং করুন
About Course
আপনি যখন কোন জমি, ফ্ল্যাট, দোকান ইত্যাদি যেকোন প্রপার্টি কিনতে যাবেন, সেটা কেনার পরে আপনি যদি জানতে পারেন যে সেই প্রপার্টির কাগজে কোন ঝামেলা আছে বা সেই প্রপার্টি নিয়ে কোন সমস্যা আছে, তখন আপনার আর কিছুই করার থাকবে না। তাই যেকোন প্রপার্টি কেনার আগে আপনাকে সেই প্রপার্টির কাগজপত্র যাচাই করতে হবে। এই যাচাই করার প্রক্রিয়াকেই আমরা বলছি ভেটিং করা।
প্রপার্টি ভেটিং করার মধ্য দিয়ে আপনি জানতে পারবেন, সেই প্রপার্টির দলিল, বায়া দলিল, সিএস খতিয়ান, আরএস খতিয়ান, নামজারী, NOC, NEC, খাজনা, নকশা প্রভৃতি সকল কাগজ ঠিক আছে কিনা। আপনি আরও জানতে পারবেন, সেই প্রপার্টি অন্য কেউ দখল করে আছে কিনা। অর্থাৎ, সেই প্রপার্টি প্রচলিত বাংলায় ‘নিষ্কণ্টক’ প্রপার্টি কিনা, তা আপনি জানতে পারবেন।
তাহলে বুঝতেই পারছেন, প্রপার্টি ভেটিং হলো এমন একটি কাজ যা প্রপার্টিতে আপনার বিনিয়োগ সুরক্ষিত রাখতে সাহায্য করবে।