Courses Archive - Property Campus https://propertycampusbd.com/courses/ Property Agent Course Mon, 11 Mar 2024 09:46:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.6.1 https://propertycampusbd.com/wp-content/uploads/2022/10/PROperty-CAMPUS-logo-round-100x100.png Courses Archive - Property Campus https://propertycampusbd.com/courses/ 32 32 আপনিও হতে পারেন প্রপার্টি এজেন্ট https://propertycampusbd.com/courses/%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f/ Mon, 20 May 2019 04:32:14 +0000 https://demo.themeum.com/wordpress/edumax/?post_type=course&p=362 আপনিও হতে পারেন একজন সফল প্রপার্টি এজেন্ট! আপনার মনে প্রশ্ন আসতে পারে প্রপার্টি এজেন্ট আসলে কী? প্রপার্টি এজেন্ট হলো ব্যক্তি নির্ভর একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। যেখানে ব্যক্তি নিজেই মালিক, আবার নিজেই কর্মচারী। তিনিই প্রপার্টির তথ্য সংগ্রহ করবেন, আবার সেই প্রপার্টি বিক্রি করার জন্য গ্রাহকের সাথে তিনিই যোগাযোগ করবেন।

প্রপার্টি এজেন্ট এবং কোম্পানির মার্কেটিং টিম এই দু’টি একেবারে আলাদা বিষয়। আপনাকে প্রপার্টি এজেন্ট সম্পর্কে এমনভাবে জানাতে চাই যেন আপনি সবার প্রপার্টি বিক্রি করতে পারেন। আপনাকে জানাতে চাই যারা এই প্রপার্টি সেক্টরে কাজ করতে চান তাদের প্রপার্টি এজেন্ট হওয়ার কী রকম সুযোগ আছে।

কোন প্রপার্টি কোম্পানির মার্কেটিং টিমের কাজ আর প্রপার্টি এজেন্টের কাজ এক নয়। প্রপার্টি কোম্পানির মার্কেটিং টিম শুধুমাত্র নির্দিষ্ট কিছু প্রপার্টি বিক্রয়ের জন্য কাজ করে। আর একজন প্রপার্টি এজেন্ট সব ধরণের প্রপার্টি কেনাবেচায় কাজ করেন। আপনি যদি প্রপার্টি সেক্টরে কাজ করতে চান তাহলে নিজেকে একজন প্রপার্টি এজেন্ট হিসেবে তৈরি করতে হবে। এই পেশায় আপনি সঠিক পরিশ্রম ও মেধার বিনিময়ে অনেক সফলতা পাবেন।

]]>
বিপদের বন্ধু হোম লোন ট্রান্সফার https://propertycampusbd.com/courses/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%ae-%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/ Fri, 17 May 2019 10:14:41 +0000 https://demo.themeum.com/wordpress/edumax/?post_type=course&p=341 আপনি যখন বাড়ি বা অ্যাপার্টমেন্ট কেনার কথা চিন্তা-ভাবনা করেন তখন যদি আপনার মনে হয় যে সাইজের ফ্ল্যাট আপনি কিনতে চাচ্ছেন অথবা আপনি যে পুরানো অ্যাপার্টমেন্টটি কিনতে চাচ্ছেন অথবা বিল্ডিং-এর যে ফ্ল্যাটটিতে আপনি থাকেন সেই অংশের ইন্টেরিয়র বা রেনোভেশন করাতে চাচ্ছেন যার জন্য আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। এরকম ক্ষেত্রে কোন কোন ব্যাংক আপনার সুবিধামত লোন দেয়, কোন ব্যাংক কী শর্তে লোন দেয় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিতে পারেন। 

 

 

 

]]>
প্রপার্টি বাঁচাতে নিজেই ভেটিং করুন https://propertycampusbd.com/courses/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%87/ Fri, 17 May 2019 09:57:10 +0000 https://demo.themeum.com/wordpress/edumax/?post_type=course&p=319 আপনি যখন কোন জমি, ফ্ল্যাট, দোকান ইত্যাদি যেকোন প্রপার্টি কিনতে যাবেন, সেটা কেনার পরে আপনি যদি জানতে পারেন যে সেই প্রপার্টির কাগজে কোন ঝামেলা আছে বা সেই প্রপার্টি নিয়ে কোন সমস্যা আছে, তখন আপনার আর কিছুই করার থাকবে না। তাই যেকোন প্রপার্টি কেনার আগে আপনাকে সেই প্রপার্টির কাগজপত্র যাচাই করতে হবে। এই যাচাই করার প্রক্রিয়াকেই আমরা বলছি ভেটিং করা।

প্রপার্টি ভেটিং করার মধ্য দিয়ে আপনি জানতে পারবেন, সেই প্রপার্টির দলিল, বায়া দলিল, সিএস খতিয়ান, আরএস খতিয়ান, নামজারী, NOC, NEC, খাজনা, নকশা প্রভৃতি সকল কাগজ ঠিক আছে কিনা। আপনি আরও জানতে পারবেন, সেই প্রপার্টি অন্য কেউ দখল করে আছে কিনা। অর্থাৎ, সেই প্রপার্টি প্রচলিত বাংলায় ‘নিষ্কণ্টক’ প্রপার্টি কিনা, তা আপনি জানতে পারবেন।

তাহলে বুঝতেই পারছেন, প্রপার্টি ভেটিং হলো এমন একটি কাজ যা প্রপার্টিতে আপনার বিনিয়োগ সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

]]>
প্রপার্টি ম্যানেজমেন্ট ব্যবসায় লাভের হিসাব https://propertycampusbd.com/courses/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9c%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%ac/ Fri, 17 May 2019 09:44:58 +0000 https://demo.themeum.com/wordpress/edumax/?post_type=course&p=292 রিয়েল এস্টেট বা প্রপার্টি সেক্টরে চাকুরি অথবা ব্যবসা করে বিশাল একটি জনগোষ্ঠী তাদের জীবিকা নির্বাহ করছেন। আপনিও হতে পারেন তাদের একজন, যিনি নিজের ক্যারিয়ার শুরু করতে পারেন রিয়েল এস্টেট সেক্টরে।

প্রপার্টি বা রিয়েল এস্টেট সেক্টরে কারা কাজ করছেন, কী রকম মানুষ এখানে সম্পৃক্ত রয়েছেন, সেদিকে লক্ষ্য করলে দেখা যাবে যে বিশাল একটি শ্রমিক জনগোষ্ঠী এখানে কাজ করছেন, যাদের আমরা নির্মাণ শ্রমিক হিসেবে চিনি। অনেক সিভিল ইঞ্জিনিয়ার আছেন যারা এই সেক্টরে সার্ভিস দিচ্ছেন, এই সেক্টরে অবদান রাখছেন। অনেক উদ্যোক্তা আছেন যারা রিয়েল এস্টেট সেক্টরকে ধরে রেখেছেন এবং ডেভেলপ করছেন। অনেক স্থপতি আছেন যাদের শ্রম ও মেধায় বাংলাদেশের এই সেক্টর দিন দিন আরো উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এই পুরো বিষয়গুলো বিবেচনা করলে দেখা যাবে যে এখানে ক্যারিয়ার তৈরি করার বড় সুযোগ রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য রিয়েল এস্টেট হতে পারে অপার সম্ভাবনাময় ক্ষেত্র।

]]>
How to be a Property Agent https://propertycampusbd.com/courses/the-complete-property-agent-course-2023/ Fri, 17 May 2019 09:33:38 +0000 https://demo.themeum.com/wordpress/edumax/?post_type=course&p=268 আপনি যদি গদবাঁধা রীতিনীতির চাকরীর বাইরে গিয়ে নিজের একটি পরিচয় তৈরি করতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্যই সাজানো হয়েছে। নিজেকে একজন ভালোমানের প্রপার্টি এজেন্ট হিসেবে গড়ে তুলতে এই কোর্সটি আপনার জন্য সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করি।

প্রপার্টি অনেক বড় একটি সেক্টর। তাই এখানে যারা কাজ করবেন তাদের প্রপার্টি সংক্রান্ত প্রতিটি সেক্টর সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা থাকা প্রয়োজন। একজন প্রপার্টি এজেন্ট কীভাবে প্রপার্টি ক্রয় বা বিক্রয় করতে হয়, প্রপার্টি কিনতে কোন কোন কাগজপত্র যাচাই বাছাই করতে হয়, একটি বিল্ডিং নির্মাণের সাথে যেসব বিষয় জড়িত যেমন সম্পূর্ণ বিল্ডিং এর নকশা ও প্ল্যান পাশ, ইলেট্রিক্যাল, মেক্যানিক্যাল, আর্কিটেক্ট ইত্যাদি যতগুলো ইঞ্জিনিয়ারিং অংশ আছে এসব সম্পর্কে ধারণা থাকতে হবে। সব কিছু বিস্তারিত জানার দরকার না থাকলেও কিন্তু আপনাকে অবশ্যই প্রাথমিক ব্যাপারগুলো জানতে হবে। 

তাই এই সম্পূর্ণ কোর্সটি ১২ টি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। প্রতিটি অধ্যায়ের সাথে একটি করে লেকচার শিট আছে। আপনি যখন কোর্সটি করবেন তখন এই লেকচার শিটগুলো ডাউনলোড করার সুযোগ পাবেন। কোর্সের প্রত্যেকটি ভিডিও দেখা ও লেকচার শিটগুলো পড়ার পর আপনি এখান থেকে কী শিখলেন তা যাচাই করার জন্য প্রত্যেকটি অধ্যায়ের সাথে কুইজ রয়েছে। এই কুইজে আপনাকে অবশ্যই নূন্যতম পাশ নাম্বার পেতে হবে। 

এভাবেই পর্যায়ক্রমে প্রপার্টি এজেন্টের এই প্রফেশনাল কোর্সটি সাজানো হয়েছে। আশাকরি এই কোর্সটি শেষ করে আপনি একজন ভালো মানের প্রপার্টি এজেন্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবেন। 

]]>